উপায় একাউন্ট দেখার নিয়ম - Upay Account Dial Code

আপনারা যারা উপায় অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কিভাবে অ্যাকাউন্ট চেক করবেন জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট টি করা হয়েছে, আশা করি আজকের এই পোস্ট পড়ার পর আপনি খুব সহজে উপায় অ্যাকাউন্ট চেক করতে পারবেন।


অন্য একটি পোষ্ট চাইলে দেখতে পারেন: উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম

উপায় একাউন্ট দেখার নিয়ম - Upay Account Dial Code


Upay Account Dial Code:  উপায় নতুন একটি মোবাইল ব্যাংকিং সেবা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উপায় একাউন্টের ব্যালেন্স কিভাবে আপনি চেক করবেন।



উপায় একাউন্ট দেখার নিয়ম Upay

উপায় একাউন্টের ব্যালেন্স আপনি দুটি উপায় দেখতে পারেন একটি হলো কোড ডায়াল করে আরেকটি হলো উপায় এর অ্যাপস ব্যবহার করে।

 

প্রথমে আমরা দেখে নেই যে কিভাবে ডায়াল কোড ব্যবহার করে উপায় একাউন্টের ব্যালেন্স চেক করা যায়

 


উপায় ব্যালেন্স চেক কোড। উপায় একাউন্ট দেখার নিয়ম - Upay Account Dial Code

 

আপনার উপায় একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য মোবাইলে ডায়াল করুন *268# এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতর থেকে আপনি 7 নম্বর সিলেক্ট করুন।

 

এরপর আপনার সামনে আবারও অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি 1 নম্বর  সিলেক্ট করুন।

 

এরপর আপনার উপায় একাউন্টের গোপন পিন নাম্বারটি চাইবে আপনি পিন নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন এবং ক্লিক করার পরে আপনার সামনে আপনার উপায় একাউন্টের ব্যালেন্স আপনি নিজেই দেখতে পাবেন।

 

 

উপায় একাউন্ট এর ব্যালেন্স চেক করার জন্য আপনি আরও সহজ একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন সেটি হলো আপনি উপায় এর নিজস্ব অ্যাপ ব্যবহার করতে পারেন।

 

উপায় অ্যাপ। উপায় একাউন্ট দেখার নিয়ম - Upay Account Dial Code


প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপস টি ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে গেলে এটি ইন্সটল করুন।

 

ইন্সটল করা অ্যাপ টি এবার ওপেন করুন ওপেন করলে প্রথমেই আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে একাউন্টটি তৈরি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি প্রথমে দিন তারপর আপনার গোপন পিন নাম্বারটি দিয়ে উপায় অ্যাপস এ লগইন করুন।

 

লগইন হবার পর আপনি ডানপাশে ব্যালেন্স নামক একটি অপশন দেখতে পাবেন ব্যালেন্স এ ক্লিক করুন তাহলেই আপনি আপনার উপায় একাউন্টের ব্যালেন্স টি দেখতে পাবেন।

 

পরবর্তীতে উপায় মোবাইল ব্যাংকিং এর যত ধরনের আপডেট থাকবে তা নিয়ে এই ব্লগের পোস্ট করা হবে তাই ব্লগটির সঙ্গেই থাকুন।

 

নিয়মিত আরও বিষয় জানতে আমাদের সাইট ভিজিট করুন প্রতিদিন। জাযাকাল্লাহ খাইরান




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম