চট্টগ্রামসহ সব মহানগরে শিক্ষার্থীদের হাফ ভাড়া



গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া হবে আন্দোলনের পর এবার চট্টগ্রামসহ সব নগরীতে। এ কথা জানানো হয় রোববার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে। এ ভাড়া কার্যকরের কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি সেখানে ঢাকার মতো কিছু শর্তসাপেক্ষে।


কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে আয়োজন সড়ক পরিবহন মালিক সমিতি শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাবে। এনায়েত উল্যাহ বলেন সেখানে, হাফ ভাড়া নেওয়া হবে যেসব শহরে সিটি সার্ভিস আছে সেখানেও। হাফ ভাড়া নেওয়া হবে না তবে আন্তঃজেলা পর্যায়ে।












বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এ ছাড়া বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের, প্রদর্শন করতে হবে প্রয়োজনে। শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। কার্যকর হবে না ছুটির দিন হাফ ভাড়া। কার্যকর থাকবে হাফ ভাড়া শুধু মহানগরে।












চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিত করা গত কয়েকদিন ধরেই সারা দেশের মতো, আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে। সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা এসব দাবি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। শিক্ষার্থীর ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে সংবাদ সম্মেলন জানানো হয়।  সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন, ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি।






সিনিয়রসহ সভাপতি কফিল উদ্দিন আহামদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির, গ্রুপের সভাপতি খোরশেদ আলম চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক, সমিতি-ঢাকার যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট বাংলাদেশ সড়ক পরিবহন মালিক, মহাসচিব গোলাম রসুল বাবুল চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের, সভাপতি বেলায়েত হোসেন বেলাল, মো. শাহজাহান মিজানুর রহমান, আহসান উল্যাহ মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের।






















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম