ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, মৃত বেড়ে ১৩



মৃতের সংখ্যা ১৩ তে পৌঁছেছে ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে। জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা উদ্ধারকারীরা ১০ জনকে ধ্বংসাবশেষ থেকে। মৃত ১৩ জনের ভেতর ২ জনের পরিচয় জানা গেছে রোববার (৫ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অগ্ন্যুৎপাতে।














আরও জানান আবদুল মুহারি নামের ওই কর্মকর্তা, এ পর্যন্ত ৯৮ জন আহত হয়েছেন, দুজন গর্ভবতী নারীও আছেন যাদের মধ্যে। আশপাশের গ্রামগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে ৯০২ জনকে পশ্চিম জাভা প্রদেশের সেমেরু আগ্নেয়গিরির। তল্লাশি চালিয়ে যাচ্ছেন যাদের মধ্যে কয়েক বালুশ্রমিকও আছেন এখন উদ্ধারকর্মীরা কুরাহ কোবোকান গ্রামে সাত নিখোঁজ নাগরিকের খোঁজে।


সতর্ক করা হয়েছে এয়ারলাইন্সগুলোকে আগ্নেয়গিরির ছাই ১৫ হাজার মিটার (৫০ হাজার ফুট) উপরে উঠছে বলে। শহরের কাছের একটি সড়ক ও সেতু বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন এর আগে (৪ ডিসেম্বর) স্থানীয় সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে মালাং। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সেমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে এই আগ্নেয়গিরি জেগে উঠেছিল গত জানুয়ারি মাসেও। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত ৩ হাজার ৬৭৬ কিলোমিতার।



সূত্র: আলজাজিরা, রয়টার্স













আরো পড়ুন





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম