এইচএসসি পরীক্ষার্থীদের নম্বর ও সময় নিয়ে যে নির্দেশনা মানতে হবে


চলতি বছরের (২০২১) এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এ পরীক্ষার প্রশ্নপত্রে যা-ই লেখা থাকুক, পরীক্ষার্থীদের নম্বর ও সময় বিভাজন নিয়ে কিছু নির্দেশনা মানতে হবে।


নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে। এ জন্য সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে। সময় সোয়া এক ঘণ্টা।




















অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এ জন্য সময় ১৫ মিনিট। আর তত্ত্বীয় ১১টি প্রশ্নের মধ্য থেকে ৩টির উত্তর দিতে হবে, সময় সোয়া এক ঘণ্টা।পরীক্ষা শুরুর আগে কক্ষের দায়িত্বপ্রাপ্তরা উচ্চ স্বরে এ বিষয়ে পরীক্ষার্থীদের অবশ্যই অবহিত করবেন। এই নির্দেশনা গত ৬ সেপ্টেম্বরই জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।























বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, পরীক্ষার্থীদের এটি অনুসরণ করতে হবে।


























একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম