নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : জুমার নামাজে অনেককে দেখি প্রথমে রাস্তায় বা এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। কিন্তু, ইকামতের সময় হলে তাড়াহুড়া করে সালাতে দাঁড়ান। এটা কি সঠিক?
উত্তর : এভাবে নামাজ পড়ার সঙ্গে ইসলামের কোনো মিল নেই। সুন্নাহর সঙ্গেও কোনো মিল নেই। জুমার সালাতের মর্যাদার সঙ্গেও কোনো মিল নেই। জুমার সালাতে যারা আগে আগে এসে বাইরে ঘোরাফেরা করেন, তাঁরা তো ফ্যাশন মুসল্লি। তাঁরা শুধুই জুমার মুসল্লি। এঁদের মধ্যে অনেকে আছেন শুধু জুমার সালাতই পড়েন, অন্য সালাত আর পড়েন না। ফলে শয়তান তাঁদের মসজিদের আশপাশে ঘোরায়, মসজিদে ঢুকতে দেয় না। অনেকেই এমন আছেন। শয়তান তাঁদের পাহারা দেয়। কারণ, মসজিদ তো হেদায়েতের জায়গা। তাই, শয়তান ঢুকতে দেয় না। কিন্তু, এর সঙ্গে ইসলামের মিল নেই। এটি করা উচিত নয়। তাড়াহুড়ো করে সালাত আদায় করা মানে দায়বদ্ধতার জন্য পড়া। আল্লাহর সন্তুষ্টির জন্য নয়।