বদরগঞ্জের শ্যামপুর সুগার মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষক, আদালতসূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার পুটিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম ।
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেকে নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মনোয়ারুল ইসলাম মিঠু (৪১) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রোকনুজ্জামান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
করোনার সময় স্কুল বন্ধ থাকার সুযোগে তিনি ২০২০ সালের ৭ নভেম্বর ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন।ঘটনার সাত দিন পর শিক্ষার্থী নিজেই বদরগঞ্জ থানায় মামলা করে বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরীফ হোসেন ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গির আলম তুহিন বলেন, ওই শিক্ষক মিথ্যা বলে শিক্ষার্থীকে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। আদালতে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক